সেবা পাবার ধাপসমূহঃ
ক্রমিকনং | প্রকল্পেরনাম/ প্রশিক্ষণেরনাম | সেবার ধরণ | মেয়াদকাল | লক্ষ্যমাত্রা(বসরে) | কোর্স-ফি |
১. | বেকার-যুবদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (২য়পর্ব) সমাপ্ত | কম্পিউটার বেসিক কোর্সঃ Office Programs, Internet/Networking, Maintenance & Trouble Shooting. | ৬ মাস মেয়াদী ৪০ জন করে বছরে ২ টি ব্যাচ | ৮০জন | ১০০০টাকা |
২. | পোষাক তৈরি প্রশিক্ষণ কেন্দ্র | সকলপ্রকার পোষাক তৈরি প্রশিক্ষণ, এমব্রয়ডারি, ব্লক-বাটিকইত্যাদি | ৩মাস+৩মাস+৬মাস ৩টিব্যাচ | ১২০জন | ৫০টাকা |
৩. | মৎস্যচাষ | মৎস্যচাষ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ, চারাপোণা, রেণু পোণা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ | ১মাসমেয়াদী |
| ৫০টাকা |
৪. | অবশিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র | রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ইলেকট্রিক্যাল এন্ড হাউসৌয়ারিং ইলেকট্রনিক্স এন্ডমোবাইল সার্ভিসিং | ৬মাসমেয়াদী | ৬০+৬০+৬০ =১৮০জন | ৩০০টাকা |
৫. | Networking জোরদারকরণ প্রকল্প | উপজেলা ভিত্তিক বিভিন্ন সংগঠনের মধ্যে Networking জোরদারকরণ প্রশিক্ষণ | ১০ দিনমেয়াদী | ২০ টি সংগঠনের মধ্যে ৪৪০জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে | আবাসিক |
সমাজ সচেতনতামূলক কর্মকান্ডঃ HIV/AIDS প্রতিরোধ, আচরণগত উন্নয়ন, মাদক বিরোধী সচেতনতা, জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, স্যানিটেশন, পরিস্কার পরিচ্ছন্নতা, সুশাসন, এসিড নিক্ষেপ, যেৌতুক, ধর্ষণ, ইভটিজিং ইত্যাদি।
সেবা নিশ্চিতকরণঃ ক্রমিক নং ১ থেকে ৪ নং ট্রেড পর্যন্ত উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ বরাবর সাদা কাগজে আবেদন করতে হয়। হঁাস-মুরগী, গবাদিপশু, মৎস্য বিষয়ক প্রশিক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়।
আবেদন করার প্রয়োজনীয় কাগজ-পত্রাদিঃ
সকল শিক্ষাগতযোগ্যতার সত্যায়িত সনদপত্র, জন্মনিবন্ধন, নাগরিক সনদপত্র, ২ কপি সত্যায়িত পার্সপোর্ট সাইজের ছবি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS